সার্চ ইঞ্জিন কি? (What is Search Engine?)

সার্চ ইঞ্জিন শব্দটা শুনতেই প্রথম যে শব্দটা মাথায় আসে তা হল গুগল। গুগল, বিংগো, ইয়াহু এইগুলো সবই একটি সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন আসলে একটি ওয়েবসাইট। যে ওয়েবসাইটে আমরা কোনো কিছু সার্চ করে তার সার্চ রেজাল্ট বের করতে পারি।

আসলে ইন্টারনেট এক বিশাল জগৎ। সেই জগতে কোনো তথ্য খুব সহজে খুঁজে পাওয়া মুশকিল। তুমি যে তথ্যটা চাইছ, সেটা কোন ওয়েবসাইটে পাওয়া যাবে সেটা তোমার জানা সম্ভব নয়। কারণ, কয়েক কোটি ওয়েবসাইট আছে এই বিশাল ইন্টারনেট জগতে। তাই ইন্টারনেট জগতে এমন কিছু ওয়েবসাইট আছে যারা তোমার হয়ে তোমার প্রয়োজনীয় তথ্যটা খুঁজে বের করে দেবে। অর্থ্যাৎ, কোন কোন ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় তথ্য পেতে পারো, সেই ওয়েবসাইট বা সেই ওয়েবপেজের একটা লিস্ট তোমার সামনে তুলে ধরবে। আর এইসকল ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিন ওয়েবসাইট বলে।

যেকোনো সার্চ ইঞ্জিন ওয়েবসাইট ওপেন করার পর সাধারনত একটি সার্চ ওয়ার্ড লেখার বক্স দেবে, সেখানে তোমার প্রয়োজনীয় সার্চ শব্দ লিখে সার্চ বটনে ক্লিক করতে হবে। আর কিছু সেকেন্ড পরেই লিস্ট আকারে সার্চ রেজাল্ট দেখাবে।

Comments

Popular Posts