Cache ফাইল কি?
Cache ফাইল হল এক প্রকার ফাইল, যা লোকাল ড্রাইভে বা হার্ড ড্রাইভে লুকিয়ে থাকে। আপনি যখন কোনো ওয়েব পেজ ভিসিট করেন বা কোনো বড় গ্রাফিক্যাল কাজ করেন, তখনই এই cache ফাইল তৈরি হয়। আপনি যখন ঐ একই ওয়েব পেজ পরবর্তী বার ভিসিট করেন বা ওই একই ফাইলে আবার কাজ করেন, তখন ওই স্টোর থাকা cache ফাইলগুলি আপনার কাজকে অনেক তাড়াতাড়ি করতে সাহায্য করে। আপনি প্রয়োজনে এই cache ফাইলগুলি ডিলিট করে দিতেও পারেন। কিন্তু মজার হল যে, আপনি ডিলিট করে দিলেও cache ফাইল আবার তৈরি হয়ে যাবে।
এরকম বাংলায় লিখলে অনেক উপকার হয়।
ReplyDeleteUnderstandable..
ReplyDeleteNice one..
Keep it up bro